Mayar Duniya Song Lyrics – Tanzil Misbah

Mayar Duniya Is The Latest Bengali Song Sung By Tanzil Misbah. Music Is Composed By Shovon Roy. Mayar Duniya Bengali Song Lyrics Wriitten By Tanzil Misbah. This Song Is Published Under The Label Of Burnabee Records.

Mayar Duniya

SONG DETAILS
Song: Mayar Duniya
Singer: Tanzil Misbah
Music: Shovon Roy
Lyrics: Tanzil Misbah
Label: Burnabee Records

Listen To The Song Here

Mayar Duniya Lyrics In Bengali

কত কথা রাইখা দিছি
এই বুকেতে জমা,
এতো ব্যাথা দিছো বন্ধু
পাইবা কি আর ক্ষমা।
চোখ জুড়ানো ভালোবাসা দিলাম তোমায় যত
বিনিময়ে নাটক দিলা দুঃখ শত শত,
হায় যাওয়ার মতো আমি থাকি
নাটক গুলাই বুকে রাখি,
মনের কথা মনেই থাকুক
শোনার মানুষ নাই,
আমায় চেনার মানুষ নাই,
আমায় বুঝার মানুষ নাই,
এ মায়ার দুনিয়াতে একটা আপন মানুষ নাই।

Related: Emon Ekta Manush Pailam Na Re Song Lyrics – Tanzil Misbah

নিজেরে ভাইঙা চুইরা গড়ছি কত শত
আগুনেতে পুইড়াও হইতে তোর মনেরই মতন,
আবেগের এই খেলাতে হাইরা গেছি আমি
তোর কাছে ছিলাম না রে একটু আমি দামি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top