Jaay Jara Is The Latest Bengali Song Sung By Ishan Mitra & Ikkshita Mukherjee. Music Is Composed By Amit – Ishan. Jaay Jara Bengali Song Lyrics Wriitten By Rabindranath Tagore, Debaloy Bhattacharya. This Song Is Published Under The Label Of SVF Music.
SONG DETAILS
Song: Jaay Jara
Singer: Ishan Mitra & Ikkshita Mukherjee
Music: Amit – Ishan
Lyrics: Rabindranath Tagore, Debaloy Bhattacharya
Label: SVF Music
Jaay Jara Song Lyrics in Bengali
যায় যারা
জানে না যায় কেন তারা,
যায় যারা
জানে না কার যে ইশারা।
নেই যার ভেজার তার কিসের তাড়া
এ আঁধার ডাকছে এবার দিচ্ছে কে সাড়া।
আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো,
এ জীবন পুণ্য করো।
যায় ভেসে যায় অবেলায় জীর্ণতায়
পড়ে থাকি অবিচল কোনো গ্রাম,
মিউজিয়াম স্বখাত সলিলে হায়
সব জল হয়ে যায়।
চাইছি যা জানা
চির ঘুমের বিছানা,
ভেসে যাবে সকালের আনমনে।
যায় যারা
জানে না যায় কেন তারা,
যায় যারা
জানে না কার যে ইশারা।
যায় যে জানে না সে
সঙ্গে যায় কারা,
ফাঁকা ঘর খুঁড়ছে কবর
আলোর ফোয়ারা।
আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো,
এ জীবন পুণ্য করো।
Related: Koto Kichu Ghotey Song Lyrics – Rupam Islam
Jaay Jara Song Lyrics in English
Jaay jara Janena jaay keno tara
Jaay jara Jane na kar je ishara
Nei jar vejar tar kisher tara
E andhar dakche ebar dichhe ke sara
Aguner poroshmoni chowao praane
E jibon punyo koro,
e jibon punno koro
Related: Ajkey Raate Song Lyrics – Madhupourna Ganguly
So, Friends, We Finish Our Jaay Jara Lyrics Here. If You Find Any Mistakes In These Lyrics Then You Can Comment On Us. If You Liked Jaay Jara Song Lyrics, Then Do Share Them With Your Friend.