Bhalolagar Gan Is The Latest Bengali Song Sung By Lagnajita Chakraborty. Music Is Composed By Pritish & Gourab Hom Chowdhury. Bhalolagar Gan Bengali Song Lyrics Wriitten By Ritam Sen. This Song Is Published Under The Label Of Ritam Sen.
SONG DETAILS
Song: Bhalolagar Gan
Singer: Lagnajita Chakraborty
Music: Pritish & Gourab Hom Chowdhury
Lyrics: Ritam Sen
Label: Ritam Sen
Bhalolagar Gan Lyrics in Bengali
তোমাকে লাগছে ভালো
রোজ একটু একটু করে,
দূরবীনে রাত জাগে চোখ
দূরত্বে হিমেল ভোরে।
নিরালা চাঁদের
আড়াল পেরিয়ে তোমার বাড়ি,
একফালি তোমার
সবুজ বনান্তের অংশীদারি।
তোমার নাম লেখে বিষাদ
পাইনফলের প্রান্তরে,
তোমাকে লাগছে ভালো
রোজ একটু একটু করে।
রোজই কুড়োই রাজপথে
চাকার দাগে সঙ্গতে,
ভালোলাগার নতুন একটা কারণ
কাছে এলে নিঃশ্বাসে
মন পাহাড়ির জুমচাষে,
মাথা দোলায় রূপের রূপশালী ধান।
চোখ বোজার দু’পা দূরে খাদ
ভুল বোঝায় নোনা ঠোঁটের স্বাদ।
কুমুদরঙের বিকেল নামে
ঘুমবিলাসী বন্দরে,
না পাওয়া আর পাওয়ার মাঝে
দোলনা দোলে হিম ঝরে।
নিরালা চাঁদের
আড়াল পেরিয়ে তোমার বাড়ি,
একফালি তোমার
সবুজ বনান্তের অংশীদারি।
তোমার নাম লেখে বিষাদ
পাইন ফলের প্রান্তরে,
তোমাকে লাগছে ভালো
রোজ একটু একটু করে।
Related: Dukkho Jodi Bicri Hoito Bengali Song Lyrics – Shafi Mondol
Bhalolagar Gan Lyrics in Engish
Tomake lagche bhalo
Rooj ektu ektu kore
Durbine raat jaage chokh
Durotte himel bhore
Nirala chander aral periye tomar bari
Ekfali tomar sobuj bonanter angshidari
Tomar naam lekhe bishad
painfoler prantore
Tomake lagche valo
Rooj ektu ektu kore
Rooji kuroi raajpothe
Chakar daage songote
Valolagar notun ekta karon
Kache ele nishwashe
Mon paharir jumchashe
Matha dolay ruper rupshali dhan
Chokh bojar dupaa dure khad
Bhul bojhay nona thoter swad
Kumudronger bikel naame
Ghumbilashi bondore
Na paowa aar paowar majhe
Dolna dole heem jhore
Related: Bidayer Gaan Bengali Song Lyrics – Shakib Chowdhury